কাতারের রাজধানী দোহায় গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকের সময় হামাসের একটি অফিস ভবনকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরায়েল। মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) এ হামলায় ছয়জন নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় নিহত ওই ছয়জনের পরিচয় জানা গেছে।
নিহতরা হলেন- হামাসের সিনিয়র খলিল আল-হাইয়ার ছেলে হুমাম, তিনজন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা।
তবে ইসরায়েলের এ হামলার অন্যতম লক্ষ্য খলিল আল-হাইয়া বেঁচে যান।
এক বিবৃতিতে হামাস বলেছে, খলিল আল-হাইয়া দোহায় ইসরায়েলি হামলায় শহীদ হননি। তিনি ইসরায়েলি সরকারের হত্যাচেষ্টায় বেঁচে গেছেন।
হামাস বলেছে, খলিল আল-হাইয়া শুক্রবার তার ছেলের জানাজায় অংশ নিয়েছেন, যা প্রমাণ করে যে চলতি সপ্তাহের শুরুতে কাতারের দোহায় তার বাসভবনে ইসরায়েলি বিমান হামলা ব্যর্থ হয়েছে।
এর আগে হামাস এক বিবৃতিতে বলেছিল, হামাসের আলোচক দলের সদস্যদের হত্যার ইসরায়েলের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তবে দোহায় হামাস নেতৃত্বের কার্যালয়ে ইসরায়েলি হামলায় কয়েকজনের মৃত্যু হয়েছে।
কাতারে ইসরায়েলি হামলায় নিহত ৬
কাতারে বিমান হামলা ইসরায়েলের