৫ দফা দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১০ পিএম

জামায়াতে ইসলামির পক্ষ থেকে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিসহ ৫ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে  সংবাদ সম্মেলন এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

দলটির নেতাদের বরাতে জানা গেছে, পিআর পদ্ধতির বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধকরণসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াত।

জামায়াতে ইসলামির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা সংসদের উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ উভয় ক্ষেত্রেই আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বাস্তবায়ন চাই। রাজনৈতিক বৈচিত্র্য ও ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই।

জামায়াতের তিন দিনের কর্মসূচি

১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ। ১৯ সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ। ২৬ সেপ্টেম্বর সকল জেলা উপজেলায় বিক্ষোভ।

৫ দফা দাবি হলো

  • জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
  • আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
  • অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
  • ফ্যাসিস্ট সরকারের সব জুলুম ও গণহত্যা, দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
  • স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সংবাদ সম্মেলনে ইসির সমালোচনা করে মোহাম্মদ তাহের বলেন, একতরফাভাবে ইসির রোডম্যাপ ঘোষণা করা অন্যায়। কালো টাকার ব্যবহার, পেশিশক্তিসহ নির্বাচনী অনিয়ম বন্ধে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছি।

DR/SN
আরও পড়ুন