নতুন করে কারো সাথে যুগপৎ আন্দোলনে যাচ্ছে না গণঅধিকার পরিষদ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ এএম

গণঅধিকার পরিষদ নতুন করে কারো সাথে যুগপৎ কোনো আন্দোলনে যাবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।

রাশেদ খান বলেন, ‘নতুন করে কারও সাথে যুগপৎ নয়, ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐকবদ্ধ রাখার পক্ষে গণঅধিকার পরিষদ। গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন দলের বিভিন্ন কর্মসূচি এবং দাবি-দাওয়া থাকতে পারে। এই ভিন্নমতের প্রতি শ্রদ্ধা রাখতে হবে।’

‘কিন্তু ফ্যাসিবাদবিরোধী শক্তির বিভাজনের ফলে আওয়ামী ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম হয়, এমন কোনো পদক্ষেপের সাথে গণঅধিকার পরিষদ যুক্ত হবে না, তবে আওয়ামী ফ্যাসিবাদের পুরোপুরি বিনাশে ঐক্য গঠনের পথে আমরা ইতোমধ্যে দলীয় কার্যালয়ে বহুদলীয় বৈঠক ও শাহবাগে সংহতি সমাবেশ করেছি,’ লিখেছেন রাশেদ খান।

তিনি এই স্ট্যাটাস দিয়েছেন এমন সময়, যখন জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিসহ কিছু দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়েছে।

রাশেদ খান তার স্ট্যাটাসে ‘পুরো জাতি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এড়িয়ে এক ও ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই’ বলে মন্তব্য করেছেন।

‘বিভাজনের যেকোনো সুযোগে আওয়ামী লীগ ফিরবে দ্বিগুণ শক্তি নিয়ে, তখন কারো শেষ রক্ষা হবে না’ উল্লেখ করে সকলকে এক থাকার আহ্বান জানিয়েছেন রাশেদ খান।

HN
আরও পড়ুন