ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’ ঢাকার মেয়ে আকসা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ এএম

‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার মেয়ে আলফী আলমগীর আকসা। গত ১৩ নভেম্বর রাজধানীর একটি হোটেলে এ আয়োজনের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

আগামী নভেম্বরে ফিলিপাইনের ম্যানিলা’তে অনুষ্ঠিতব্য ‘ওম্যান অব দ্য ওয়ার্ল্ড’র চুড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিন্দ্বিদ্বতা করবেন তিনি। 

রাজধানীর আইইউবি’তে আইন বিষয়ে অনার্সে অধ্যয়নরত আকসা বুলবুল ললিতকলা একাডেমিতে নাচের প্রশিক্ষণ নিয়েছেন। হয়েছেন বিজ্ঞাপনের মডেল। 

আকসা বলেন, ‘অবশ্য ভবিষ্যতে অভিনয় নিয়ে কাজ করার ইচ্ছা আছে। সে লক্ষ্যেই নিজেকে প্রস্তুত করছি। যেহেতু আমি আইন বিষয়ে পড়াশুনা করছি, তাই ইচ্ছে আছে সমাজের বিধবা নারী ও অনাথ বাচ্চাদের জন্য কিছু করার। যেন তারা তাদের প্রাপ্য পাওনা থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। সবার কাছে দোয়া চাই যেন বাংলাদেশের হয়ে ম্যানিলাতে ওম্যান অব দ্য ওয়ার্ল্ড-এ স্থান করে নিতে পারি।’ 

উল্লেখ্য, আকস এরইমধ্যে আরশ খানের বিপরীতে একটি নাটকে অভিনয় করেছেন, যা শিগগিরই প্রচারে আসবে।

HN
আরও পড়ুন