ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এনসিপির সেই নেত্রীকে সাময়িক অব্যাহতি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ এএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় সংগঠক শিরীন আক্তার শেলীকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে, রোববার (১৪ সেপ্টেম্বর) তাকে একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে নোটিশ প্রদানের পরদিনই তার বিরুদ্ধে আরও একটি গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠে, যা প্রাথমিকভাবে সত্য প্রতীয়মান হয়েছে।

এনসিপির ফেসবুক থেকে নেওয়া

এই প্রেক্ষাপটে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে শিরীন আক্তার শেলীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

এছাড়াও, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তার যথাযথ ব্যাখ্যা তিন কার্যদিবসের মধ্যে দলের শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বরাবর জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি। গত মার্চে গঠিত জাতীয় নাগরিক পার্টিতে শিরীন আক্তার শেলী উত্তরাঞ্চলের সংগঠকের দায়িত্ব পান। তিনি নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

DR/AHA
আরও পড়ুন