ব্রাজিলে বিধ্বস্ত বিমান থেকে প্রায় ২০০ কেজি স্পেসএক্স-ব্র্যান্ডেড মাদক কোকেন উদ্ধার করা হয়েছে। এসময় অস্ট্রেলীয় এক পাইলটের মৃতদেহ পাওয়া গেছে।
ব্রাজিলিয়ান পুলিশ আলাগোয়াস অঞ্চলের উপকূলবর্তী কোরুরিপ এলাকায় একটি আখক্ষেতে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। সেখান থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে তারা। উদ্ধার হওয়া স্পেসএক্স-ব্র্যান্ডেড কোকেনের আনুমানিক মূল্য ৮০ মিলিয়ন ডলার।
তারা নিশ্চিত করেছে যে, নিহত পাইলট ৪৬ বছর বয়সী টিমোথি জে ক্লার্ক। তার কাছে থাকা পরিচয় পত্র থেকে এতথ্য জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের মতে, রোববার দুপুর ১.৩০ টার দিকে একটি বিখ্যাত আন্তর্জাতিক মাদক রুটে বিধ্বস্ত হওয়ার সময় ক্লার্ক বিমানটি চালাচ্ছিলেন।
