জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশ নিতে আগামী ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে অবস্থানকালে তার একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠকের কর্মসূচি নির্ধারিত রয়েছে। এর মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা ২২ সেপ্টেম্বর একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এরপর ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ আলোচনা পর্বে বক্তব্য রাখবেন তিনি।
প্রধান উপদেষ্টার বক্তব্যে উঠে আসবে চলতি বছরের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার ভিত্তিতে গৃহীত সংস্কারমূলক পদক্ষেপ ও একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনের প্রতিশ্রুতি।
জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণকালে তার সঙ্গে আরও যাদের বৈঠক হওয়ার কথা রয়েছে, তাদের মধ্যে রয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত। পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেষ মুহূর্তে আরও কিছু বৈঠক যুক্ত হতে পারে প্রধান উপদেষ্টার সময়সূচিতে।
জাতিসংঘ মঞ্চে এই সফরকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক মহলের সামনে দেশের বর্তমান রাজনৈতিক রূপান্তর এবং ভবিষ্যতের সুশাসনের প্রতিশ্রুতি উপস্থাপন করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মঞ্চ বলে মনে করা হচ্ছে।
১৭৬ বাংলাদেশী লিবিয়া থেকে দেশে ফিরছেন আজ
সেনাপ্রধানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ