ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দুটি সুন্দর চোখের প্রতি ॥ থিওফিল গৌটিয়ার ॥ অনুবাদ: রেশম লতা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

 

তোমার দৃষ্টি থেকে অপূর্ব আকর্ষণ জাগে
যেন হ্রদের গভীরতা থেকে প্রতিফলিত চাঁদ,
যেখানে ঝলমলে সিকুইন আলোয় জ্বলজ্বল করে
আর প্রেমময় চোখে খেলে এক অনির্বচনীয় নৃত্য।

মনে হয় তারা তাদের হীরার দীপ্তি নিয়েছে 
আরও সুন্দর জলের নিখুঁত মুক্তো থেকে;
এবং তোমার কম্পমান চোখের পাতাগুলো  
তাদের উজ্জ্বল দৃষ্টির অর্ধেক ঢেকে নেয়।

হাজার হাজার ভক্ত যারা অগণিত সৌন্দর্যের সন্ধান করে
তারা ফিরে আসে তোমার অগ্নিময় আয়নায়,
যেখানে তাদের আকাঙ্ক্ষা আবার আলোর মশাল ধরায়।

এগুলো এত স্বচ্ছ যেন চোখের গভীরেই দেখা যায় আত্মা,
একটি স্বর্গীয় ফুল, যার পাপড়ি নিখুঁত
স্ফটিকের মধ্য দিয়ে দেখলে যেমন অনুভূত হয়।

 

আরও পড়ুন