ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বৃষ্টির বিরক্তি পেরিয়ে নতুন ভেন্যুতে শুরু এনসিএল

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি আসরের দ্বিতীয় সংস্করণ ঘিরে উচ্ছ্বাস থাকলেও শুরুটা হয়েছিল হতাশার। টুর্নামেন্টের উদ্বোধন হয় গত ১৪ সেপ্টেম্বর রাজশাহীতে। কিন্তু সেদিনই আবহাওয়ার বাধা চোখ রাঙায়। প্রথম ম্যাচটি ভেসে যাওয়ার শঙ্কা তৈরি হলে নিয়ম বদলে পাঁচ ওভার করে খেলা হয়। একই দিনে বগুড়ার ম্যাচটি এক বলও গড়ানোর আগেই পরিত্যক্ত হয়।

পরবর্তী দিনগুলোর আবহাওয়া পূর্বাভাসেও বৃষ্টির সম্ভাবনা থাকায় আয়োজকরা তড়িঘড়ি করে বগুড়ার খেলা সরিয়ে আনেন রাজশাহীতে। কিন্তু ভাগ্য পরিবর্তন হয়নি। টানা বৃষ্টিতে একের পর এক ম্যাচ মাঠে না গড়াতে শেষ পর্যন্ত টুর্নামেন্ট স্থগিত করে আয়োজক কমিটি। ছয় ম্যাচের মধ্যে কেবল একটি অনুষ্ঠিত হয়, বাকি সব পরিত্যক্ত হয়ে যায় বৃষ্টির কারণে।

অবশেষে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আয়োজকরা নতুন সূচি ঘোষণা করেছে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সিলেটের মাঠে শুরু হবে স্থগিত হওয়া এনসিএল টি-টোয়েন্টির খেলা। পুরো আসরের বাকি ম্যাচগুলো এবার অনুষ্ঠিত হবে সেখানেই।

আবহাওয়ার অনুকূলে এবার অন্তত টুর্নামেন্টটি নির্বিঘ্নে শেষ হবে এমনটাই চাইছেন আয়োজকরা। প্রথম আসরের সফলতার পর দ্বিতীয় আসরে যেভাবে বৃষ্টির বিঘ্ন ঘটেছিল, সিলেটের নতুন ভেন্যুতে তা কাটিয়ে ক্রিকেট উৎসব হয়তো ফিরবে পূর্ণতায়।

আরও পড়ুন