ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মোহামেডানের স্বপ্ন ভেঙে চ্যালেঞ্জ কাপ জিতল বসুন্ধরা কিংস

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ পিএম

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার বিকেলে জমে উঠেছিল চ্যালেঞ্জ কাপের লড়াই। তবে খেলার শুরুর আগেই মাঠের অপ্রস্তুত চিত্র আলোচনায় আসে। মূল মাঠের সীমানাজুড়ে থাকা বিলবোর্ডের বাইরে বড় বড় ঘাস, থ্রো-ইন দিতে খেলোয়াড়দের ছুটতে হচ্ছিল সেই ঘাস পেরিয়ে। মাঠ ঠিকঠাক করতে দেরিও হলো প্রায় দশ মিনিট। কিন্তু খেলা শুরু হতেই আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে ফাইনাল।

মাত্র ১৩ মিনিটেই পাওয়া যায় দুটি পেনাল্টি। বসুন্ধরা কিংসের সোহেল রানা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লেও সংখ্যাগত ঘাটতি কাটিয়ে দারুণ জয় তুলে নেয় কিংস। ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে তারা ধরে রাখে চ্যালেঞ্জ কাপের শিরোপা।

দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো এগিয়ে নেন কিংসকে, সমতায় ফেরান মোহামেডানের উজবেক ফরোয়ার্ড মোজাফ্ফর মোজাফ্ফরভ। এরপর রাফায়েল আগুস্তো ও সাবেক মোহামেডান খেলোয়াড় ইমানুয়েল সানডের গোলে আবারও এগিয়ে যায় কিংস। শেষদিকে দোরিয়েলতনের দ্বিতীয় গোল নিশ্চিত করে দলের বড় জয়।

এই আসর দিয়েই বসুন্ধরা কিংসের কোচ হিসেবে যাত্রা শুরু হলো আর্জেন্টাইন মারিও গোমেসের। অস্কার ব্রুসনের বিদায়ের পর নানা জটিলতায় পড়ে দলটির কোচ নিয়োগের বিষয়টি দীর্ঘায়িত হয়েছিল। ব্রাজিলিয়ান কোচ সের্জিও ফারিয়াসের আসার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি ইরাকে চলে যান। অবশেষে ৬৮ বছর বয়সী গোমেস দায়িত্ব নেন কিংসের, আর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই পেলেন ট্রফির স্বাদ।

ম্যাচশেষে তিনি জানালেন দলের প্রতি তার আস্থা, ‘ছেলেরা সত্যিই সবটুকু নিংড়ে দিয়েছে। দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়েও খেলেছে ১১ জনের মতো। এটা ক্লাবের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ কঠিন ছিল, তবুও আমরা দৃঢ়তা ও বুদ্ধিমত্তা দিয়ে লড়েছি। আমি নিশ্চিত, এই দল আরও ভালো করবে।’

জোড়া গোলের নায়ক দোরিয়েলতন অবশ্য কৃতিত্ব দিয়েছেন পুরো দলকে, ‘জয়টা আমার কারণে আসেনি, এসেছে দলীয় প্রচেষ্টায়। কোচ থেকে শুরু করে সবাই নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করেছে। আমি শুধু গোল করেছি, কিন্তু জয়টা এসেছে পুরো দলের জন্য।’

আরও পড়ুন