বগুড়া লেখক চক্র ৯৬৮তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ম্যাক্স মোটেলে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।
আসরে স্বরচিত কবিতা পাঠ করেন- সহসভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম রনজু, গণ সংযোগ সম্পাদক অনন্য রাসেল, নির্বাহী সদস্য পবিত্র প্রামাণিক ও মাহাবুব টুটুল, সদস্য সারমিন সীমা ও আব্দুল মতিন। আসর শেষে আসন্ন কবি সম্মেলন নিয়ে আলোচনা করা হয়।
