ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ধরা দিল বেবিবাম্প, কবে মা হচ্ছেন ক্যাটরিনা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ পিএম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মা হতে যাচ্ছেন এমন গুঞ্জন এই কয়েক মাস ধরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তবে এবার সেই গুঞ্জনকে সত্যি করে সংবাদমাধ্যমকে ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, আগামী অক্টোবর কিংবা নভেম্বর নাগাদ অভিনেত্রী ও তার স্বামী ভিকি কৌশলের ঘরে আসতে পারে তাঁদের প্রথম সন্তান।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা-ভিকির বিয়ের কয়েক মাস পর থেকেই অনেকে মনে করছিলেন, হয়তো খুব শিগগিরই তাদের পরিবার নতুন সদস্যের কারণে আরও বড় হবে। কিন্তু নানা কারণে সেই গুঞ্জন বহুবার থেমে গিয়েছিল। এবার একেবারে পরিষ্কার ছবি দিয়ে সেই কল্পনাকে রঙিন করে তুলেছে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা অবস্থার ছবি, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

সাপ্তাহিক ছুটিতে ক্যাটরিনাকে দেখা গেছে চেরিরঙা পোশাকে, যেখানে তার বেবিবাম্প স্পষ্টতই ধরা পড়েছে। যদিও ছবিতে তার অবয়ব কিছুটা আবছা হলেও চোখমুখে প্রকাশ পেয়েছে সন্তুষ্টি ও আনন্দের ছাপ। ক্যাটরিনা বর্তমানে মাতৃত্বকালীন শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও তার শরীর থেকে যেন জৌলুস ঝরে পড়ছে।

এ বিষয়ে এখনও পর্যন্ত ক্যাটরিনা ও ভিকি কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও তাদের ঘনিষ্ঠ মহল থেকে খবর পাওয়া গেছে, দম্পতির এই নতুন যাত্রা শীঘ্রই সকলের সামনে প্রকাশ পাবে।

অভিনেত্রীর অনুরাগীরা সামাজিক মাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর থেকে উচ্ছ্বাসে সীমা রাখছেন না। এক নেটিজেন লিখেছেন, তিনি আর অপেক্ষা করতে পারছেন না। আরেক জন বলেছে, ক্যাটরিনার মা হওয়ার খবরে আমি ছেলেমানুষের মতো খুশি। কেউ কেউ মনে করছেন, হয়তো এটি কোনো ছবির শুটিংয়ের অংশ, তবে ছবিগুলো ভালো করে দেখলে বোঝা যাচ্ছে, সত্যিই ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশল দুই থেকে তিন হতে চলেছেন।

মনে হচ্ছে, ‘ভিক্যাট’ দম্পতির এই নতুন অধ্যায় বলিউডের জন্য সুখবর বয়ে আনছে, যেখানে আগামী মাসগুলোতে এরা সকলকে তাদের জীবনের এই নতুন মুহূর্তে অংশগ্রহণের সুযোগ দেবেন।

NB/FJ
আরও পড়ুন