ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নতুন মিশনে আফগানিস্তানের সামনে বাংলাদেশ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম

পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচেই থেমে গেছে বাংলাদেশের এশিয়া কাপ যাত্রা। ১১ রানের ব্যবধানে হেরে ফাইনালের দৌড় থেকে ছিটকে যায় লিটন দাসের দল। এশিয়া কাপে সুপার ফোর পর্যন্ত উঠেও শেষ মুহূর্তে দোরগোড়ায় এসে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয় টাইগারদের।

তবে এশিয়া কাপ থেকে বিদায় মানেই বাংলাদেশ দলের সফরের ইতি নয়। আগেই পরিকল্পনা করা ছিল, এশিয়া কাপ শেষ হতেই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতেই আয়োজিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

২ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের টি-টোয়েন্টি পর্ব। এরপর ৩ ও ৫ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৮ অক্টোবর থেকে। বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর।

এশিয়া কাপের গ্রুপপর্বে আফগানিস্তানের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। তবে সেই আত্মবিশ্বাস ধরে রাখতে পারেনি লাল-সবুজরা, শেষ পর্যন্ত বিদায় নিতে হয় সুপার ফোর থেকে। 

আরও পড়ুন