ঢাকা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আজ বিশ্ব বয়ফ্রেন্ড দিবস

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ০৬:০৮ পিএম

ডিজিটাল এই যুগে পুরো বিশ্বেই এখন প্রতিদিনই কোনো না কোনো দিবস পালিত হয়ে থাকে। সিঙ্গেলদের জন্য না হলেও কাপলদের জন্য আজ বেশ খুশির দিন। কেননা সিঙ্গেল হয়ে থাকলে আপনি না জানলেও আপনার কাপল বন্ধুটি জানে 'বিশ্ব বয়ফ্রেন্ড দিবস'। আজকের দিনটি শুধু বয়ফ্রেন্ডদের জন্য। 

বয়ফ্রেন্ড হতে পারে খুব কাছের একজন ভালো বন্ধু বা প্রেমিক। তবে কাছের বন্ধু বা প্রেমিক যেই হোক না কেন একজন ভালো বন্ধু কিন্তু সবার প্রয়োজন। যে সবসময় পাশে থেকে একজনের অনুপ্রেরণা হয়ে দেন, উৎসাহ দেন। এমন বন্ধুর জন্যেই আজ 'বয়ফ্রেন্ড দিবস'।

আজ শুক্রবার (৩ অক্টোবর) 'বিশ্ব বয়ফ্রেন্ড দিবস'। তাই বয়ফ্রেন্ড দিবসে চাইলেই প্রিয় বন্ধুকে কতটা ভালোবাসেন তা বোঝাতে পারেন। তার জন্য আজকের দিনটি উদযাপন করতেই পারেন। কারণ খারাপ সময়ে যে আপনার মুখে হাসি ফোটায়, আজকে না হয় আপনি তার মুখে একটু হাসি ফোটালেন, ব্যাপারটা কিন্তু মন্দ হবে না।

তবে, বয়ফ্রেন্ড দিবসটি এমনভাবে উদযাপন করুন যেন তাকে যথাযথ সম্মান দেখানো হয়।

এখন প্রশ্ন হলো- বয়ফ্রেন্ড দিবস কীভাবে উদযাপন করবেন-

চাইলে কিছু সময় আড্ডা দিতে পারেন, কোনো কফিশপে বসে কফি খেতে পারেন। কিংবা ক্যাম্পাসে বসে গল্প-গুজবে কিছুটা সময় কাটাতে পারেন। তবে যেহেতু তিনি প্রতিদিন আপনার ছোট ছোট কাজ করে দেন তাই, আজ তাকে ধন্যবাদ দিতে ভুলবেন না। হয়তো আপনার প্রশংসায় তিনি অনেক খুশি হবেন।

আবার তার হাতে ছোট্ট একটি উপহার তুলে দিতে পারেন। বই, ডায়েরি, মগ- এসব উপহার দিতে পারেন। চাইলে তাতে কিছু খোদাই করেও দিতে পারেন। এছাড়া তাকে পারফিউম দিতে পারেন, ঘড়ি দিতে পারেন- আপনার যেটা ভালো লাগে সেটাই দিতে পারেন। দেখবেন তিনি খুশি হবেন। এই খুশিটাই তো আসল, উপহার কত বড় সেটা তো আপেক্ষিক।

একজনের জীবনে বয়ফ্রেন্ড বা প্রেমিকের গুরুত্ব বাক্যটি একবারে বলা গেলেও এর উত্তর এক কথায় দেয়া সম্ভব হয়ে ওঠেনা। বয়ফ্রেন্ড, সুন্দর বাংলায় যাকে বলি প্রেমিক; সেই প্রেমিক হওয়া কিন্তু বড় সহজ নয়। নামকাওয়াস্তে প্রেমিক আর সত্যিকারের প্রেমিকের মাঝে ঠিক ততটুকুই পার্থক্য, যতটুকু পার্থক্য প্রেমিকার জীবনের গতিপথ নির্ধারণ করে দেয়।

কেবল মিষ্টি মিষ্টি কথা আর সুন্দর সুন্দর স্বপ্ন দেখানো নয়, বরং সেই স্বপ্ন বাস্তবায়নে কার্যকরভাবে পাশে থাকা, দমে যাওয়া মুহূর্তে সাহস জোগানো, পা হড়কানোর সময় শক্ত করে হাতটা ধরতে পারা; এসবই একজন সত্যিকারের প্রেমিকের বৈশিষ্ট্য। ও হ্যাঁ আরেকটি কথা। আপনার প্রেমিক পুরুষ বাহ্যিকভাবে হয়তো সুদর্শন না হতে পারেন, কিংবা হয়তো তিনি ছন্নছাড়া, বোহিমিয়ান। এসব কিন্তু অযোগ্যতা নয়। কে জানে, তিনি হয়তো আপনাকে ভালোবাসার ক্ষেত্রে শতভাগ সৎ!

বিশেষজ্ঞরা বলছেন, সম্পর্কের যত্ন নেওয়া শুধু একটি দিনের ব্যাপার নয়- প্রতিদিনই ছোট ছোট মুহূর্তে প্রকাশ পেতে পারে ভালোবাসা ও কৃতজ্ঞতা।

কালের বিবর্তনে এখন বাঙালিকে নানান দিবস উদযাপনে করতে দেখা যায়। কখনো কখনো রোজ ডে, ভালোবাসা দিবস, সিঙ্গেল ডে, প্রপোজ ডে, আবার কখনো বন্ধু দিবস। হরেক রকম দিবস ঘিরে যেন তরুণ-তরুণীদের আগ্রহের কমতি নেই। সেজন্য অনেকে বলে থাকেন বাঙালিদের ১২ মাসে ১৩ দিবস। অন্য আর দশটা উপলক্ষের মতো প্রেমিকদের জন্যও আলাদাভাবে উদযাপিত হচ্ছে আজকের এ দিনটি। 

যাইহোক, ২০১৪ সালের ৩রা অক্টোবর প্রথমবারের মতো বয়ফ্রেন্ড দিবস পালান করা হয়। তবে ২০১৬ সাল থেকে এটি জনপ্রিয় হতে শুরু করে।বর্তমানে বিশ্বজুড়েই দিনটি বেশ সমাদৃত।

LH/FJ
আরও পড়ুন