ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীতে যুক্তরাষ্ট্র ফেরত শিক্ষার্থীসহ ৩ লাশ উদ্ধার

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৩:১৪ এএম

রাজধানীর হাজারীবাগে যুক্তরাষ্ট্র ফেরত এক শিক্ষার্থীসহ ভিন্ন ভিন্ন জায়গা থেকে এক দিনে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে দু’জন আত্মহত্যা করলেও একজনের মৃত্যু নিয়ে ধোয়াশা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর হাজারীবাগ, গেন্ডারিয়া ও রমনা পার্ক এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। বিকালে মিতালি রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় তার কক্ষ থেকে বিদ্যাধরী সূর্য্য প্রসাদ দাস লাশটি উদ্ধার করা হয়।

‎এ ছাড়া, গেণ্ডারিয়ার ফরিদাবাদ এলাকা থেকে আব্দুল জলিল (৬০) নামে এক রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে এবং রমনা পার্কের লেক থেকে ওয়াসিমুল হক (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বিদ্যাধরী সূর্য্য প্রসাদ দাসের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ১ অক্টোবর সন্ধ্যায় সূর্য্য প্রসাদ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। এরপর থেকে আর বের হননি। শুক্রবার সকালে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ বিষয়ে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম জানান, বিদ্যাধরী সূর্য্য প্রসাদ দাস ইংলিশ মিডিয়ামে ‘এ’ লেভেল সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে পাঁচ বছরের পড়াশোনা শেষে গ্রাজুয়েশন শেষ করে গত বছর দেশে ফেরেন। দেশে ফেরার পর ওই বাসার কক্ষে একাই থাকতেন। নিজেই রান্না করতেন, তবে আশপাশের লোকজনের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্ত রিপোর্টে জানা যাবে বলে মনে করছে পুলিশ।

অন্যদিকে, ওয়াসিমুল হক রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকার বাসিন্দা। তার মামাতো ভাই হেলাল খান জানান, ওয়াসিমুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালে বাসা থেকে বের হয়ে রমনা পার্কে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা তার জুতা খুঁজে পান। পরে লেক থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া, রাজধানীর গেন্ডারিয়ার ফরিদাবাদ হরিচরণ রায় রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে আব্দুল জলিল (৬০) নামের এক রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত জলিল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ভারাদাহু গ্রামের মৃত বাসদ উল্লাহর ছেলে। তিনি গেন্ডারিয়ার ফরিদাবাদ এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

এ বিষয়ে গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) তৌফিক আনাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ আজ দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, জলিল রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গতকাল কিছু লোকের সঙ্গে দেনা-পাওনা নিয়ে তার কথা কাটাকাটি হয়েছিল। এছাড়াও তিনি হাঁপানিতে ভুগছিলেন।’ তবে আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে— তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি।। 

HN
আরও পড়ুন