সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন আন্দোলনের মুখে র্যাগিংয়ের অভিযোগে বহিষ্কৃত ২৫ শিক্ষার্থীর শাস্তি প্রত্যাহার করেছে।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত ২৩৭তম সিন্ডিকেট সভায় গৃহীত বহিষ্কারের সিদ্ধান্তটি বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পুনর্বিবেচনা করা হয়। সবার সুপারিশে অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সিদ্ধান্তটি পরবর্তী সিন্ডিকেট সভায় আনুষ্ঠানিকভাবে উপস্থাপন ও অনুমোদন করা হবে।
বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তারা বলছেন, সিন্ডিকেটে আনুষ্ঠানিক অনুমোদনের আগ পর্যন্ত আন্দোলন চলবে।
আন্দোলনরত শিক্ষার্থী হাফিজুর ইসলাম বলেন, ‘আমরা কর্মসূচি চালিয়ে যাব। সিন্ডিকেটে এই সিদ্ধান্ত দ্রুত অনুমোদন দেওয়া না হলে আমরা আবারও বৃহত্তর আন্দোলনে নামব।’
গত বছরের নভেম্বরে র্যাগিংয়ের অভিযোগে ২৫ জন শিক্ষার্থীর বিরুদ্ধে বিভাগীয়ভাবে অভিযোগ উত্থাপন করা হয়। প্রশাসন দীর্ঘদিন এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলেও, প্রায় এক বছর পর ২৫ সেপ্টেম্বর এক সিন্ডিকেট সভায় ওই ২৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে।
এই সিদ্ধান্ত ঘোষণার পর থেকে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা প্রতিবাদে নামেন। তারা বিক্ষোভ, মানববন্ধন ও সাংস্কৃতিক কর্মসূচি পালন করে। একই দাবিতে অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আসছিলেন। শনিবার সন্ধ্যায় ‘অগ্নিস্বর’ নামে একটি প্রতিবাদী সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন করা হয়।
শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন