ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় ফেসবুক পেজে সাইবার হামলা

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৪:২৮ পিএম

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তিনি জানান, ট্রাইব্যুনাল-১-এ রোববার সকাল ১১টা ৪০ মিনিটে মামলার যুক্তিতর্ক শুরু হয় যা সরাসরি সম্প্রচার করছিল চিফ প্রসিকিউটর কার্যালয়ের ফেসবুক পেজ। এ সময় অজ্ঞাত হ্যাকারদের সাইবার হামলায় পেজটি সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে। পরে সেটি পুনরুদ্ধার করা সম্ভব হয়।

চিফ প্রসিকিউটর বলেন, আমাদের ভয় দেখাতে চায় অপরাধীরা। তারা চায় না বিশ্ববাসী তাদের অপরাধ জানুক। কিন্তু অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধীদের রক্ষার কোনো চেষ্টাই সফল হবে না।

তিনি আরও জানান, মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয় ১১ অক্টোবর, যেখানে ৫৪তম ও শেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের সাক্ষ্য নেওয়া হয়। এরপর আজ প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।

মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি, যাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

DR
আরও পড়ুন