বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) ও খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টায় ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকিবুল হক।
এর আগে, একই দিন বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা।
বিশ্ব খাদ্য কর্মসূচির সদর দপ্তরে আয়োজিত মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন মুহাম্মদ ইউনূস। এ ছাড়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে।
এই বৈঠকগুলোতে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন এই চারটি বৈশ্বিক ইস্যু প্রধানভাবে আলোচিত হবে।
ওয়ার্ল্ড ফুড ফোরামের এই আয়োজন ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে রোমে। তবে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।
রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা