ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চাকসু নির্বাচন: প্রচারণার শেষ দিনে জমজমাট ক্যাম্পাস

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৮:১৩ পিএম

৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হচ্ছে সোমবার (১৩ অক্টোবর)। শেষ দিনের প্রচারণাকে ঘিরে পুরো ক্যাম্পাসে এখন টানটান উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

২৫ সেপ্টেম্বর শুরু হওয়া প্রচারণা পর্বে টানা দুই সপ্তাহ ধরে প্রার্থীরা দিনরাত ছুটে বেড়িয়েছেন শিক্ষার্থীদের দ্বারে দ্বারে। পোস্টার, ব্যানার, ইশতেহার হাতে প্রার্থীরা ছুটছেন বিশ্ববিদ্যালয়ের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কেউ গান, নাটক, মূকাভিনয়ের মতো অভিনব কৌশলে তুলে ধরছেন নিজেদের ভাবনা ও প্রতিশ্রুতি।

ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক পদপ্রার্থী সুমাইয়া সিকদার বলেন, ‘আজ আমাদের প্রচারণার শেষ দিন। এতদিন আমরা অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছি। প্রত্যেক ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন, তাদের সমর্থন আমার সঙ্গে রয়েছে। আমি আমার জয়ের বিষয়ে খুবই আশাবাদী।’

ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘প্রচারণার শুরু থেকেই আমরা প্রত্যেক শিক্ষার্থীর কাছে গিয়েছি, তাদের কথা শুনেছি, এবং তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিয়েছি। শিক্ষার্থীদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। আশা করছি, আমাদের প্যানেল জয়ী হবে।

স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের ভিপি প্রার্থী মাহফুজুর রহমান বলেন, ‘আমাদের প্যানেলের অধিকাংশ সদস্য জুলাই আন্দোলনের প্রথম সারির কর্মী ছিলেন। সেই কারণেই শিক্ষার্থীরা আমাদের আন্তরিকভাবে গ্রহণ করেছে। আশা করছি নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং আমরা বিজয়ী হব।’

ভোটারদের মাঝেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও আগ্রহ। প্রথমবারের মতো চাকসু নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন অনেকে। ক্যাম্পাসজুড়ে স্টেশন, ক্যাফেটেরিয়া, ঝুপড়ি সব জায়গায় একটাই আলোচনা কারা হবে চাকসুর প্রতিনিধি।
বন্ধুদের সঙ্গে চলছে প্রার্থীদের প্রতিশ্রুতি, যোগ্যতা ও ভাবনার মূল্যায়ন।

চাকসু নির্বাচনের পাশাপাশি হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে একই দিনে, যা আরও বেশি অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক করে তুলেছে নির্বাচনী পরিবেশ।

আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

DR/FJ
আরও পড়ুন