জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মঙ্গলবারের (১৪ অক্টোবর) সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (১৩ অক্টোবর) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ১৪ অক্টোবরের প্রফেশনাল কোর্সের সব পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
এছাড়া একই দিনে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষের পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী স্থগিত পরীক্ষাটি আগামী ২৮ অক্টোবর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। ওই দিন অনুষ্ঠিত হবে গণিত (১৩৩৭০৩) ও উচ্চাঙ্গ সংগীত ব্যবহারিক (১৩৪৫০২) ৬ষ্ঠ পত্রের পরীক্ষা।
তবে ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষার অন্যান্য তারিখ, বিষয় ও বিষয়কোড পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য শিক্ষার্থীদের শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.nu.ac.bd-এর বিজ্ঞপ্তি অনুসরণ করতে বলা হয়েছে।
আন্দোলন স্থগিতের ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের