রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে পিত্তথলির জটিলতায় অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বিএনপির এ প্রবীণ নেতা হাসপাতালে ভর্তি হন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নজরুল ইসলাম খানের পিত্তথলিতে পাথর হয়েছে। সেজন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকরা বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উনার পিত্তথলিতে জমাটকৃত পাথর অপসারণে অস্ত্রোপচার করবেন।’
ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে নজরুল ইসলাম খান চিকিৎসাধীন আছেন।
নজরুল ইসলাম খানের আরোগ্য কামনায় দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মিরপুরে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টার শোক