ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

তালাক ইস্যুতে মুখ খুললেন হিরো আলমের প্রাক্তন স্ত্রী রিয়া মনি

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১২:১৫ পিএম

বগুড়ার আলোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম ভক্তদের সামনে দুধ দিয়ে গোসল করে স্ত্রী রিয়াকে মৌখিকভাবে তিন তালাক দেন। শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আফতাবনগরে এমনি এক ঘটনা ঘটিয়েছে হিরো আলম।   

তালাকা দেওয়ার বিশ ঘণ্টার মাথায় মুখ খুললেন হিরো আমলের প্রাক্তন স্ত্রী। রোববার (১৯ অক্টোবর) ফেসবুক পোস্টে রিয়া লিখেছেন, ‘শুরুতে আমার কাছ থেকে যে ব্যবহার পেয়েছেন সেটা আমার পারিবারিক শিক্ষা। তারপর যেটা পেয়েছেন সেটা আপনার অর্জন। তাই শুধু শুধু নোংরা ভাষায় আক্রমণ করবেন না। এক হাতে কখনো তালি বাজে না।’

এরপর তিনি যোগ করেন, ‘আমি আপনাকে দোষারোপ করতে চাই না। কারণ, আমরা এখন আলাদা। আপনার সম্বন্ধে কোনো কিছু বলার কোনো অধিকার আমার নেই।’

এদিকে রিয়া মনির পোস্টের মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। একজন লিখেছেন, ‘ভাইরাল হওয়ার ধান্দায় এ নাটক করতেছেন’। অন্য একজন লিখেছেন, ‘অতীত বড় স্মৃতিময়’। আরও একজন মন্তব্য করেছেন, ‘কথা বলার অধিকার নেই। কিন্তু কাপল পিক ছাড়ার অধিকার আছে।’

এদিকে মৌখিকভাবে তিন তালাক দেওয়ার পর রিয়া মনির সম্পর্কে হিরো আলম বলেন, ‘রিয়া মনি আমাকে খুন করতে চেয়েছিল। সে পরকীয়া করেছে। এজন্য তাকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছি।

MH/SN
আরও পড়ুন