মানিকগঞ্জের সাটুরিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আব্দুল আওয়াল মিয়া (৪১) নামে এক ব্যক্তি। এ খবর শোনার সঙ্গে সঙ্গেই মা রাহেলা বেগমের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সকালের দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া আওয়াল এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। তিনি স্থানীয় বাজারে ঔষধের দোকান করতেন। ৪ ভাইয়ের মধ্যে আওয়াল ছিলেন সবার ছোট।
জানা যায়, সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে আব্দুল আওয়াল (৪১) কয়েক দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টার দিকে মারা যান তিনি।
রোববার (১৯ অক্টোবর) সকালে আওয়ালের মরদেহ বাড়ির আঙ্গিনায় পৌঁছায়। ছেলের মৃত্যুর সংবাদ শোনার ৫ মিনিটের মধ্যেই মা রাহেলা বেগম (৬৯) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মুহুর্তেই মারা যান।
মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান বলেন, আমার ছোট ভাই আওয়ালের মরদেহ বাড়ির উঠানে আনা হলে মা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ১, নতুন ভর্তি ৬১৯