বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ডে কুমিল্লার আকাশে যেন এক অন্য রঙ ছড়িয়ে দিল ব্রাদার্স ইউনিয়ন। এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ১১ বছর পর আবাহনী লিমিটেডকে হারিয়েছে গোপীবাগের দলটি। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রবিবারের এই ম্যাচে ২–১ গোলের জয়ে ব্রাদার্স ফুটবলে ফের জাগিয়ে তুলল পুরনো স্মৃতি, আর আবাহনী ডুবল আত্মসমালোচনার গভীরতায়।
লিগের প্রথম রাউন্ডেই রহমতগঞ্জের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট হারিয়েছিল আবাহনী। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়েই মাঠে নামে তারা, কিন্তু শুরু থেকেই খেলায় আধিপত্য বিস্তার করে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই গোলের দেখা পায় তারা। নেপালের ফরোয়ার্ড অঞ্জন বিস্তা ব্রাজিলিয়ান মার্কোস রুদওয়ের সিলভার নিখুঁত কাটব্যাক থেকে গোল করেন সহজেই।
আবাহনীর রক্ষণভাগ তখনো ছন্দে ফেরার আগেই দ্বিতীয়ার্ধে আরও বড় বিপদ ডেকে আনে নিজেরাই। ৫৮ মিনিটে বক্সের ভেতর অঞ্জনকে ফাউল করে বসেন হাসান মুরাদ, রেফারি সঙ্গে সঙ্গে নির্দেশ দেন পেনাল্টির। স্পটকিক থেকে মার্কোস গোল করে ব্যবধান দ্বিগুণ করলে আবাহনীর সমর্থকদের মুখে নেমে আসে নীরবতা।
শেষ মুহূর্তে যোগ করা সময়ের প্রথম মিনিটে জাফর ইকবালের ক্রসে হেডে গোল করে ব্যবধান কমান মালিয়ান স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে। আবাহনী জার্সিতে সেটিই ছিল তাঁর প্রথম গোল, কিন্তু দলকে পরাজয় থেকে বাঁচাতে পারেননি তিনি। ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনন্দে ফেটে পড়ে ব্রাদার্স শিবির-২০১৪ সালের পর প্রথমবারের মতো তারা হারাল আবাহনীকে।
অন্যদিকে কুমিল্লায় যখন ইতিহাস লিখছে ব্রাদার্স, গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পয়েন্ট ভাগাভাগিতে সন্তুষ্ট থাকতে হয় গতবারের চ্যাম্পিয়ন মোহামেডানকে। পুলিশের বিপক্ষে রহিম উদ্দিনের গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ ড্র করেছে সাদা-কালোরা। পুলিশ এফসির হয়ে শেখ বাবলু সমতা ফেরান দ্বিতীয়ার্ধের শুরুতেই।
দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ২–০ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে। ক্লেমন্ত আদু ও রাজন হাওলাদারের গোলে জয় পেয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে তারা। পুলিশের পয়েন্টও সমান ৪।

