নতুন ফোন কিনেই অনেক সময় দেখা যায় চার্জ দ্রুত শেষ হয়ে যায়। এটি একটি সাধারণ সমস্যা হলেও কিছু সহজ নিয়ম মেনে চললে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ফোনের ব্যাটারির সঠিক ব্যবহার জানলে তার স্থায়িত্ব অনেক বেড়ে যায়।
বর্তমানে স্মার্টফোন আমাদের জীবনের অপরিহার্য অংশ। অনলাইন ক্লাস, বিনোদন, হিসাব, টিকিট বুকিং কিংবা দূরের মানুষের সঙ্গে যোগাযোগ- সবকিছুই এখন মোবাইলের মাধ্যমে সম্ভব। তাই ফোনের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।
অনেকে মনে করেন বারবার চার্জ দেওয়া বা ডেটা ক্লিয়ার করলেই ফোন ভালো থাকবে, কিন্তু তা পুরোপুরি ঠিক নয়। বেশ কিছু জনপ্রিয় অ্যাপ যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিন্ডার, স্ন্যাপচ্যাট ও ইউটিউব ব্যাটারি দ্রুত শেষ করে ফেলে। তাই অপ্রয়োজনীয় অ্যাপের ব্যাকগ্রাউন্ড প্রসেস বন্ধ রাখা উচিত।
ফোনের ব্যাটারি সুস্থ রাখতে কয়েকটি বিষয় খেয়াল রাখুন-
- কখনোই ফোন পুরোপুরি ১০০% চার্জ দেবেন না
- চার্জ ২০%-এর নিচে নামতে দেবেন না
- প্রতিদিন অন্তত একবার অ্যাপের ডেটা ক্লিয়ার করুন
- প্রয়োজনে ‘ব্যাটারি অপ্টিমাইজেশন’ ফিচার চালু রাখুন
এই ছোট ছোট অভ্যাসগুলো মেনে চললে নতুন ফোনের ব্যাটারি অনেক দিন ভালো থাকবে, আর চার্জ খরচও হবে অনেক কম।
স্মার্টফোনে পাবেন ভূমিকম্পের আগাম সতর্কবার্তা