গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১২:৪৩ পিএম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
 
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে গোবিন্দগঞ্জ-নাকাই হাট সড়কের বাজুনিয়া পাড়া সাজ্জাদের ইট ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিহতরা হলেন- বড়বাজুনিয়া পাড়া সরকার বাড়ীর পুলিশ সদস্য আতিকুর রহমান সুমনের স্ত্রী লিমা বেগম (৪০) ও জয়পুরহাট সদরের বাসিন্দা সবদের আলী (৫০)। 
স্থানীয়রা জানান, দুপুর ১২টার পর গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই-গোবিন্দগঞ্জ সড়কের বাজুনিয়া পাড়া নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও স্যালো মেশিনচালিত ট্রলির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশার যাত্রী লিমা ও সবদেরসহ ৫ জন গুরুতর আহত হয়।
 
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিমা বেগম ও সবদের আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্য আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
 
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
NJ