ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জকসু নির্বাচনে মানতে হবে যেসব আচরণবিধি

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৫:২২ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর আচরণ বিধি প্রকাশ করা হয়েছে। সেখানে প্রার্থী ও ভোটারদের জন্য জুড়ে দেওয়া হয়েছে কিছু শর্ত। আচরণ বিধির কোন একটি লঙ্ঘন  করলে প্রার্থীতা ও ভোটাধিকার বাতিল বলে গণ্য হবে। 

আচরণবিধিতে উল্লেখযোগ্য শর্তগুলোর মধ্যে পার্থীদের ডোপটেস্ট, ফৌজদারী অপরাধের রেকর্ড, প্রচার প্রচারণায় খরচের সীমাবদ্ধতা, অনুমতি ছাড়া ২৫ জনের বেশি জমায়েত হওয়া এবং যে ধরনের মিশিল সমাবেশ ও দেয়ালে পোস্টার লাগানো হলে উক্ত প্রার্থী নির্বাচন থেকে নিষিদ্ধ হবেন। এছাড়া নির্বাচনী প্রচারণা কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর ব্যাবহারের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এসমস্ত নিয়মকানুন ও শর্তসংবলিত আচরণবিধি নির্বাচন আচরণবিধিমালা প্রকাশ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচন কমিশন। 

প্রার্থীতা ও ভোটাধিকার নিয়ে বিধিমালা অনুযায়ী, প্রার্থীর যোগ্যতা নির্ধারণে নির্বাচন কমিশনের যেসব শর্ত -

* প্রতিটি প্রার্থীকে অবশ্যই ডোপ টেস্ট ও মাদকাসক্তি পরিক্ষা করা হবে। ডোপটেস্টে মাদকাসক্ত প্রমাণিত       হলে বা পরীক্ষায় অনুপস্থিত থাকলে সঙ্গে সঙ্গে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।

* একজন প্রার্থী জকসুর হল সংসদে সর্বোচ্চ ৫,০০০ (পাঁচ হাজার) টাকা এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচনে     সর্বোচ্চ ১৫,০০০/-(পনেরো হাজার) টাকা ব্যয় করতে পারবেন। এর অতিরিক্ত অর্থ ব্যয়ের প্রমাণ পাওয়া   গেলে প্রার্থিতা বাতিল করা হবে।

* প্রার্থী যদি ফৌজদারী ও অন্যান্য অপরাধ যেমন, আর্থিক লেনদেন, যৌন নিপীড়ন বা বিশ্ববিদ্যালয়ের     শৃঙ্খলাপরিপন্থী কোনো অপরাধে আদালতে শাস্তিপ্রাপ্ত হয়েছেন তাহলে শিক্ষার্থী ভোটাধিকার হারাবেন এবং   নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অযোগ্য বিবেচিত হবেন। উল্লেখ যে, যৌননিপীড়ন সংক্রান্ত অপরাধে   শাস্তিপ্রাপ্ত   হলে আজীবন প্রার্থী হওয়ার অযোগ্য থাকবেন বলে উল্লেখ করা হয় বিধিতে।

* জকসু ও হল সংসদ নির্বাচনে কোন প্রকার পোস্টার, ব্যানার, ডিজিটাল ডিসপ্লে বা দেয়াল লিখন ও মিছিল   এবং গণ জমায়েত করতে পারবেন না। প্রচারণায় শুধুমাত্র হ্যান্ডবিল বা প্রচারপত্র ব্যবহার করা যাবে তবে   কোন এ আই দ্বারা কোন তৈরি কোন কিছু ব্যবহার করা যাবে না। নির্বাচনী প্রচারণায় কোনো বহিরাগত ব্যক্তি   বা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ বা প্রভাব বিস্তার করতে পারবেন না।

* প্রার্থীরা কেবল তাদের নিজের ছবি ব্যবহার করতে পারবেন (সর্বোচ্চ ৩" বা ৫" সাইজের)। কোনো অনুষ্ঠান,    মিছিল বা প্রার্থনারত ভঙ্গিমার ছবি প্রচারপত্রে ছাপানো যাবে না।

* সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনী প্রচারণায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানান নির্বাচন       কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

* জকসু ও হল সংসদ নির্বাচনে কোন প্রকার পোস্টার, ব্যানার, ডিজিটাল ডিসপ্লে বা দেয়াল লিখন ও মিছিল   এবং গণ জমায়েত করতে পারবেন না। প্রচারণায় শুধুমাত্র হ্যান্ডবিল বা প্রচারপত্র ব্যবহার করা যাবে তবে   কোন এ আই দ্বারা কোন তৈরি কোন কিছু ব্যবহার করা যাবে না। নির্বাচনী প্রচারণায় কোনো বহিরাগত ব্যক্তি   বা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ বা প্রভাব বিস্তার করতে পারবেন না।

* প্রার্থীরা কেবল তাদের নিজের ছবি ব্যবহার করতে পারবেন (সর্বোচ্চ ৩" বা ৫" সাইজের)। কোনো অনুষ্ঠান,    মিছিল বা প্রার্থনারত ভঙ্গিমার ছবি প্রচারপত্রে ছাপানো যাবে না।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনী প্রচারণায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

LH
আরও পড়ুন