ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভারতের সঙ্গে লড়াইয়ের আগে জামালের বার্তা- ‘জিততে চাই’

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০১:৫২ পিএম

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। তবু সামনে ভারত, তাই ম্যাচটিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ফুটবল মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশীর লড়াই মানেই বাড়তি রোমাঞ্চ। সেই লড়াইয়ের আগে বাংলাদেশের শিবিরে শুরু হয়েছে জোর প্রস্তুতি। ক্যাম্পে যোগ দিয়ে অধিনায়ক জামাল ভূঁইয়াও জানিয়ে দিলেন, ভারতকে হারানোর লক্ষ্য নিয়েই নামবে তার দল।

‘এটা একটা বড় ম্যাচ,’ ক্যাম্পে যোগ দিয়েই বলেন জামাল। ‘প্রতিপক্ষ ভারত, আর বাংলাদেশ-ভারত ম্যাচের একটা ইতিহাস আছে। আমরা ভারতের সঙ্গে জিততে চাই।’

আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। দুই দলই ইতিমধ্যে বাছাই থেকে ছিটকে গেলেও ম্যাচটিকে কেউই ‘নিয়মরক্ষার’ বলে ভাবছে না। কারণ, ভারত-বাংলাদেশ মানেই আবেগ, প্রতিদ্বন্দ্বিতা আর দর্শকদের উন্মাদনা।

বাছাইয়ের প্রস্তুতি শুরুর অংশ হিসেবে বুধবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের ক্যাম্প। তবে এখনো পুরো স্কোয়াড একত্র হয়নি। বসুন্ধরা কিংসের ফুটবলাররা এবং ইউরোপ থেকে হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী শোমিত শোম এখনো যোগ দেননি।

ক্যাম্পে যোগ দিয়েই জামাল জানান, ‘আজকে তো প্রথম দিন, পুরো স্কোয়াড এখনো আসেনি। তিন-চার দিন পর পুরো দল থাকবে। হামজা-শোমিত একটু দেরিতে যোগ দেবে। আশা করি, একটা ভালো ক্যাম্প হবে।’

দলের টিম ম্যানেজার আমের খান জানিয়েছেন, হামজা যোগ দেবেন ১০ নভেম্বর, আর শোমিতের ক্লাব ম্যাচ শেষ হবে ৮ নভেম্বর; এরপরই জানা যাবে তার যোগ দেওয়ার সময়।

বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা বর্তমানে ছুটিতে আছেন। বাবা হওয়ার আনন্দে তিনি স্পেনে অবস্থান করছেন। কাবরেরা ঢাকায় ফিরবেন ২ বা ৩ নভেম্বরের মধ্যে, জানিয়েছেন টিম ম্যানেজার আমের খান, ‘কোচের জরুরি পারিবারিক কারণ ছিল, তাই ছুটি দেওয়া হয়েছে। তিনি শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন।’

ভারত ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। শুরুতে আফগানিস্তানের বিপক্ষে খেলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তারা ঢাকায় আসতে পারেনি।

জামাল ভূঁইয়া অবশ্য বিকল্প হিসেবে নেপালকে পেয়ে নিরাশ নন, ‘আফগানিস্তান আর নেপালের মান কাছাকাছি। খুব বেশি পার্থক্য নেই। এটা একটা প্রস্তুতি ম্যাচ, আর ভারতের বিপক্ষে ম্যাচের আগে এটা আমাদের কাজে দেবে।’

জামাল আরও যোগ করেন, ‘আমার ক্লাব দলে চার-পাঁচজন নেপালি খেলোয়াড় আছে। সবাই জাতীয় দলে খেলে। তাই ওদের সঙ্গে খেলা একটু মজারই হবে।’

বাংলাদেশের বিপক্ষে ভারত শেষবার ঢাকায় খেলেছিল সাত বছর আগে। সেই ম্যাচে দারুণ লড়াই হয়েছিল দুই দলের মধ্যে। এবারও সমান আবেগে ম্যাচটির অপেক্ষায় রয়েছেন জামাল ভূঁইয়া। ‘বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি রোমাঞ্চ,’ বলেন তিনি। ‘ফুটবলভক্তরা যেমন আগ্রহ নিয়ে অপেক্ষা করে, তেমনি যারা নিয়মিত ফুটবল দেখে না তারাও এই ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত থাকে-কারণ প্রতিপক্ষটা ভারত। এই ম্যাচ আমরা জিততে চাই।’

কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে ভারতের বিপক্ষে খেলতে পারবেন না ফাহামিদুল ইসলাম। তাকে হারিয়ে আফসোস লুকাননি অধিনায়ক। এই গ্রুপের সঙ্গে ফাহামিদুলের ভালো সম্পর্ক ও বোঝাপড়া আছে। আমি ব্যক্তিগতভাবে ওর উপস্থিতিটা উপভোগ করি। সে খুব ভালো ছেলে,’ বলেন জামাল।

AHA
আরও পড়ুন