রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে রেললাইনের ফিশ প্লেট মেরামতের কাজ চলায় সংলগ্ন সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টায় এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, মগবাজার রেলক্রসিংয়ে রেললাইনের ফিশ প্লেট মেরামতের কাজ চলমান থাকায় সংলগ্ন সড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। সম্মানিত নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হলো।
মেট্রোরেলের নকশায় ভুল থাকতে পারে: ডিএমটিসিএল এমডি