ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএড ব্যবহারিক পরীক্ষার তারিখ ঘোষণা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৯:১২ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয় বিএড তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার ব্যবহারিক বা মৌখিক পরীক্ষা শুরু ৯ নভেম্বর, যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। পরীক্ষা গ্রহণ, ডাটা-এন্ট্রি ও নম্বর ইএমএস সফটওয়ারের ems.nu.ac.bd মাধ্যমে পাঠাতে হবে। 

মঙ্গলবার (৪ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় জানানো হয়েছে, নতুন পদ্ধতিতে ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার মার্ক কেন্দ্র থেকে এন্ট্রি করতে হবে।

উল্লেখ্য, কেন্দ্রের আওতাধীন কলেজের ইউজার আইডি ও পাসওয়ার্ড নিজ নিজ কলেজ কর্তৃক কেন্দ্রকে সরবরাহ করবে। 

এছাড়াও পরীক্ষা শুরুর নির্ধারিত দিনের পূর্বে কলেজ হাজিরাপত্র এবং মার্ক শিট (ইএমএস থেকে ডাউনলোড করে) কেন্দ্রে সরবরাহ করবে। এ পরীক্ষার ফরম ফিলআপ এবং নিশ্চয়ন ইএমএস থেকে সম্পন্ন হয়ে থাকলে নির্দিষ্ট নির্দেশনা অনুসরণ করতে হবে।

ইএমএসের মাধ্যমে ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার বহিঃপরীক্ষকগদের নিয়োগপত্র টিএমআইএস প্রোফাইল ইনবক্সে পাঠাতে হবে।

FJ
আরও পড়ুন