ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বান্দরবানে ৬ এতিমের পড়ালেখার দায়িত্ব নিলো সেনাবাহিনী

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৩ পিএম
বান্দরবানের প্রত্যন্ত এলাকার ৬ এতিম শিশুর পড়ালেখার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী।
 
সেনাবাহিনী জানায়, জেলার রুমা-রোয়াংছড়িসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের হাতে এসব এতিম শিশুদের অভিভাবকরা নিহত হয়েছেন। অনেকে অসুস্থ হয়ে মারা গেছেন। অভিভাবক না থাকায় এসব শিশুদের পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়। এসব শিশুদের পড়াশোনার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী।
 
বুধবার (৫ নভেম্বর) সকালে বান্দরবান সেনানিবাসে ৬ শিশুদের হাতে পড়ালেখার খরচ ও শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের জিএসও টু মেজর পারভেজ রহমান।  
তিনি বলেন, বান্দরবান শান্তি ও সম্প্রীতির জেলা হিসেবে সর্বাধিক পরিচিত। বান্দরবান বসবাসরত সকলের একটাই পরিচয়- আমরা বাংলাদেশি। শান্তি সম্প্রীতি ও উন্নয়ন করতে হলে কাঁধে কাঁধ মিলিয়ে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে।
 
মেজর পারভেজ রহমান আরও বলেন, সেনাবাহিনী সব সময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে আছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
 
অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে বান্দরবানে বসবাসরত গরিব অসহায় দুঃস্থদের মাঝে সেলাই মেশিন, ঢেউটিন ও ৪টি অসহায় পরিবারকে নগদ অর্থসহ বিশেষ মানবিক সহায়তা করা হয়।  
NJ
আরও পড়ুন