ঢাকা
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

২০২৬ সালের এইচএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ০৪:০০ পিএম

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ এবং মূল পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বুধবার (২৬ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের নির্বাচনী পরীক্ষার ফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে। এরপর ১ মার্চ থেকে শুরু হবে মূল পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম।

বোর্ড আরও জানায়, ফরম পূরণের পূর্ণাঙ্গ সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা যথাসময়ে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। বিষয়টি ‘অতি জরুরি’ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

DR
আরও পড়ুন