গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) কলা ও সামাজবিজ্ঞান অনুষদের কার্যনির্বাহী সদস্য মো: মেহেদী হাসানের উপর ক্যাম্পাসে অতর্কিত হামলার ঘটনার প্রতিবাদে নিন্দা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ছাত্র সংসদের নেতৃবৃন্দরা।
সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এসময় গকসুর সহ-সভাপতি (ভিপি) ইয়াছিন আল মৃদুল দেওয়ান ও সাধারণ সম্পাদক (জিএস) মো: রায়হান খান সহ সংসদের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা তদন্তের মাধ্যমে অতর্কিত হামলা ও সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। ঘটনার সুষ্ঠু বিচার এবং ক্যাম্পাসের ভেতরে ও বাইরে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে গকসুর জিএস মো: রায়হান খান বলেন, আমাদের সংসদের কার্যনির্বাহী সদস্য মেহেদীর উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কিছুদিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে র্যাগিং ও সেক্সুয়াল হ্যারেজমেন্ট করা হয়। একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনিরাপদ থাকলে প্রক্টরিয়াল বডি ও প্রশাসন কি জবাব দেবে? ছাত্র প্রতিনিধি হিসেবে এর দায় আমাদের উপরও বর্তায়। এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপদে বিচরণের কোনো পরিবেশ নেই বলে মনে করি৷ শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব প্রশাসনের। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রশাসনকে সোচ্চার হতে হবে। তবে আমরা সংসদ থেকে স্পষ্ট করে বলছি হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে অতিদ্রুত ঘটনার সাথে জরিতদের একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যাতে পরবর্তীতে ক্যাম্পাসে অথবা ক্যাম্পাসের বাইরে কোন শিক্ষার্থীর গায়ে হাত তোলার সাহস না পায়।
তিনি আরও বলেন, 'শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা সংসদে এসেছি। শিক্ষার্থীদের দাবি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হলে ছাত্র সংসদ এর কড়া ও সুষ্ঠু জবাব দিবে।'
গকসু'র ভিপি ইয়াছিন আল মৃদুল দেওয়ান বলেন, গকসুর অভিষেক অনুষ্ঠান চলাকালীন সময়ে মেহেদী বিশ্ববিদ্যালয়ে আসলে তার উপর অতর্কিতভাবে হামলা করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পোস্টে লেখা ছিলো মেহেদী ক্যাম্পাসে আসায় শিক্ষাথীদের ক্ষোভ থেকে এই হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা তাদের ক্ষোভ কি হামলার মাধ্যমে প্রকাশ করবে? এটা তো নিয়মের বাহিরে। যারা এই হামলায় জড়িত তাদের সর্বোচ্চ বিচার ছাত্র সংসদ দাবি করি। সে (মেহেদী) আমাদের ছাত্র সংসদের অংশ, এ দায় আমরাও এড়াতে পারি না। এর সুষ্ঠু বিচার প্রশাসনকে নিশ্চিত করতে হবে নয়তো ছাত্র সংসদ আরো কঠোর হবে। ছাত্র সংসদ প্রক্টর বরাবর লিখিত দিবে এ বিষয়ে।
এছাড়া তিনি আরো বলেন, ঘটনার দিন ক্যাম্পাসে দায়িত্বরত প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন উক্ত ঘটনার সাথে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, মো: মেহেদী হাসান গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ও গকসুর নির্বাচিত কার্যনির্বাহী সদস্য। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।
আজ থেকে ৫ দিনের কর্মসূচি সাত কলেজের শিক্ষকদের