পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন উজমা খানকে মঙ্গলবার (২ ডিসেম্বর) আদিয়ালা কারাগারে বন্দি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে।
ইমরানের মৃত্যুর গুজবের মধ্যে তার দলের পরিকল্পিত বিক্ষোভের আগে এই অনুমতি দেওয়া হলো।
পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানিয়েছে, উজমা খানকে জানানো হয়েছে যে, তিনি জেল প্রাঙ্গণের ভেতরে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।
অনুমতি পাওয়ার পর উজমা আদিয়ালা কারাগারের উদ্দেশে রওয়ানা দেন। তিনি বলেন, অবশেষে সাক্ষাতের অনুমতি পেয়ে তিনি খুশি এবং কারাগার থেকে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।
ইমরানের আরেক বোন আলিমা খান তার অন্যান্য বোনদের সঙ্গে ফ্যাক্টরি নাকা পৌঁছান, যেখানে আগে থেকেই পুলিশ আদিয়ালা কারাগারে যাওয়ার রাস্তা বন্ধ করেছিল। অবরোধ সত্ত্বেও আলিমা ও তার বোনেরা আদিয়ালা কারাগারের দিকে হাঁটতে শুরু করেন। ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি পাওয়ার পর তারা কারাগারের উদ্দেশ্যে রওনা হন।
এক প্রশ্নের জবাবে আলিমা বলেন, কর্তৃপক্ষ তার বোন নওরীনের ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার নিয়ে উদ্বিগ্ন, কিন্তু পরিবার এ বিষয়ে আন্তর্জাতিক পরিসরে কথা বলতে থাকবে।
তিনি বলেন, আমাদের ভাইয়ের সঙ্গে দেখা করা আমাদের আইনগত ও সাংবিধানিক অধিকার। সাক্ষাতের অনুমতি না পাওয়া পর্যন্ত তারা অপেক্ষা করবেন বলেও জানান।
এদিকে, আদিয়ালা কারাগারের আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আদিয়ালা জেল রোডে আরও পাঁচটি চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে। সূত্র: জিও নিউজ
ইমরানের খোঁজে বিক্ষোভের ডাক, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি