ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রায় ৮০ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১১:০৪ এএম

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র‌্যাফেল ড্রতে ২৫ মিলিয়ন দিরহাম জিতেছেন এক বাংলাদেশি প্রবাসী। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ কোটি টাকা ৫০ লাখ টাকারও বেশি। 

ভাগ্যবান বিজয়ী আবুধাবিতে বসবাসরত মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল নামের এক প্রবাসী। জুন ২৪ তারিখে কেনা ০৬১০৮০ নম্বর টিকিটের মাধ্যমে তিনি এই বিশাল অঙ্কের পুরস্কার জেতেন। 

তবে ড্র অনুষ্ঠানে বিজয়ীকে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করলেও বেলালের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিগ টিকিট শোর উপস্থাপক রিচার্ড ও বুশরা। এরপরও আয়োজকরা তাকে খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খবর গালফ নিউজের। 

এটি বিগ টিকিটের ইতিহাসে অন্যতম বড় জ্যাকপট পুরস্কার। এর আগেও কয়েকজন বাংলাদেশি বিগ টিকিটে পুরস্কার পেয়েছেন। সর্বশেষ গত মাসে মোহাম্মদ চৌধুরী নামের আরেক বাংলাদেশি ১ লাখ ৫০ হাজার দিরহামের সাপ্তাহিক ই-ড্রতে বিজয়ী হন।

বেলালের এই জয় প্রবাসী বাংলাদেশি সমাজে ব্যাপক আনন্দের জোয়ার তুলেছে। তবে এখন সবার একটাই প্রশ্ন-এই ‘ভাগ্যবান বেলাল’ কোথায়?

AHA
আরও পড়ুন