ওসমান হাদি হত্যার বিচার চেয়ে শাহবাগে রাতভর বিক্ষোভ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ এএম

রাজধানীতে শাহবাগে ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তীব্র শীত উপেক্ষা করে খোলা আকাশের নিচে অবস্থান করে হাদি হত্যার বিচার চেয়ে গভীর রাতেও বিক্ষোভ চলছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে শরিফ ওসমান বিন হাদির বিচারের দাবিতে স্লোগান হচ্ছে ‘হাদি হত্যার বিচার চাই’ বলে, চলছে কবিতা আবৃত্তি, কেউ গাইছেন হাদিকে নিয়ে গান। কেউ আবার একটু হেঁটে গিয়ে দূর থেকে জিয়ারত করে আসছেন হাদির কবর!

এর আগে, ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সারা রাত অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এ ঘোষণার পর নারী, পুরুষ, শিশুসহ অনেকেই অবস্থান নেন।  

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, এই লড়াই চালিয়ে যেতে হবে। এর আগে তিনি ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান।

এদিকে, শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারতে আসার সময়সূচি রয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা আমাদের তরফ থেকে থাকবে।

HN
আরও পড়ুন