ঢাকায় জেঁকে বসেছে শীত। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডার সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং বাতাসে উচ্চ আর্দ্রতার কারণে দিনভর থাকতে পারে শীতের আমেজ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ, যার ফলে দিনভর শীতের আমেজ বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় জানানো হয়েছে, গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৩ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
রাজধানীতে রোদেলা দিনেও কুয়াশার সতর্কতা
