সাকরাইন উপলক্ষে বর্ণিল ঘুড়ি র‍্যালী, বাসযোগ্য পুরনো ঢাকার আহ্বান

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৩:৫৯ এএম

ঐতিহ্যবাহী ‘ঢাকাবাসী’ সংগঠনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও সাকরাইন ও পৌষ সংক্রান্তি উপলক্ষে এক বর্ণাঢ্য ঘুড়ি র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। 

Sakrain 2

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ইমান আলী রোডস্থ ফাতেমা ল কলেজ প্রাঙ্গণে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এবারের র‍্যালীর মূল স্লোগান ছিল— “পুরনো ঢাকাকে বাসযোগ্য, পরিকল্পিত, আধুনিকায়ন ও নিরাপদ শহর হিসেবে দেখতে চাই।”

ঢাকা ব্যাংক পি.এল.সি-এর সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাবাসী সংগঠনের আন্তর্জাতিক সম্পাদক সাকিব সালেক, মহাসচিব শেখ খোদা বক্স এবং মহানগর কমিটির আহ্বায়ক লুৎফুর আহসান বাবু।

র‍্যালীতে স্থানীয় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তাদের হাতে ছিল রং-বেরঙের ঘুড়ি এবং বর্ণিল বেলুন ও ফেস্টুন, যা পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। আগত অতিথিরা খুদে শিক্ষার্থীদের সাথে নিয়ে ঐতিহ্যবাহী এই সংস্কৃতি উদযাপন করেন।

অনুষ্ঠানে বক্তারা পুরনো ঢাকার ঐতিহ্য রক্ষায় গুরুত্বারোপ করেন। তারা বলেন, পুরনো ঢাকাকে একটি আধুনিক ও সকল নাগরিক সুবিধাসম্পন্ন শহর হিসেবে গড়ে তুলতে হলে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে, একটি পরিকল্পিত ও নিরাপদ শহর নিশ্চিত করতে নগরবাসীকে সরকারের নিয়মকানুন মেনে ভবন নির্মাণের জোরালো আহ্বান জানানো হয়।

সাকরাইন উৎসবের ধারাবাহিকতায় আজ ১৪ জানুয়ারি (বুধবার) বর্ণিল ‘পারিবারিক ঘুড়ি উড়ানো আসর’-এর আয়োজন করা হয়েছে। এই আসরে পুরনো ঢাকার প্রতিটি বাড়ির ছাদে পরিবারের সদস্য ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথা রয়েছে।

HN
আরও পড়ুন