রাজধানীর ওয়ারীতে ‘ওয়ারী পাস্তা ক্লাব’ নামের একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধসহ ৮ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। রেস্টুরেন্টটির রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে আহতদের ধারণা।
দগ্ধদের মধ্যে আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে আসা একজন বলেছেন, একটি ভবনের তৃতীয় তলায় রেস্টুরেন্টটির রান্নাঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন হারুনুর রশিদ বলেন, ‘ওয়ারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে দুইজনকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে কামরুল এবং জসিম নামের দুজন ভর্তি হয়েছেন। কামরুলের শরীরের ৮ শতাংশ এবং জসিমের শরীরের তিন শতাংশ দগ্ধ হয়েছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘বাকিদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।’
আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
