ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১২:৫২ পিএম

রাজধানীর খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িচালক বিশালকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে খিলক্ষেত কাঁচাবাজার এলাকায় এয়ারপোর্ট রোডে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল বাশার।

তিনি বলেন, রাত ৯টার দিকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খিলক্ষেত বাস স্টপেজের যাত্রী ছাউনিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিন নামের এক শিশু নিহত হয়। এছাড়া আহত হন ৪ জন। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল পান্ডে ও আমরিনা বেগম নামে দুজন মারা যান। বাকি দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

তিনি জানান, ঘটনার পরপরই পালিয়ে গিয়েছিলেন চালক বিশাল। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর মধ্যে গাড়িটি জব্দ করা হয়েছে।

FI
আরও পড়ুন