ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

"বৈশ্বিক মানবিক সংকট : ফিলিস্তিন ও রোহিঙ্গা প্রেক্ষিত" শীর্ষক সেমিনার  অনুষ্ঠিত

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০২:৩২ পিএম

সামাজিক আন্দোলন 'নাগরিক বিকাশ ও কল্যাণ' (নাবিক) এর উদ্যোগে তরুণ পেশাজীবীদের সম্মানে ইফতার এবং "বৈশ্বিক সংকট: ফিলিস্তিন ও রোহিঙ্গা প্রেক্ষিত" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১৬ মার্চ) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এ সেমিনার  অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাউথ এশিয়া ফাউন্ডেশন- বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারি, লেখক ও গবেষক জাকারিয়া পলাশ। 

মূল প্রবন্ধে বলা হয়, আমরা পৃথিবীর বিভিন্ন দেশে মানবাধিকারের লঙ্ঘনের ঘটনাবলীকে এড়িয়ে যাচ্ছি। ফিলিস্তিন ও রোহিঙ্গার মতো আঞ্চলিক সংকটের আলোচনার মধ্য দিয়ে আমরা বৈশ্বিক মানবাধিকারের মানদণ্ডের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দেখতে পাচ্ছি, দেশে দেশে জাতিগত সংঘাত ও জাতিসত্ত্বার অধিকারের প্রশ্নে নানা দেশে ও অঞ্চলে সংঘাত চলছে। জাতিসংঘসহ বিভিন্ন পর্যায়ে মানবিক আবেদন উত্থাপনের পরও যতই দিন যাচ্ছে ততই আগ্রাসী হয়ে উঠছে হিংস্র রাষ্ট্রগুলো।

সেমিনারে বক্তারা বলেছেন,  ফিলিস্তিন ও রোহিঙ্গা- উভয় ক্ষেত্রেই রাষ্ট্রগুলোর এমন আচরণ দেখা যাচ্ছে। আমরা এরূপ আচরণের তীব্র প্রতিবাদ জানাই। 

বঙ্গোপসাগরকে ঘিরে ইন্দো-প্যাসিফিকে বিশ্বমোড়লদের যুদ্ধাবস্থার মধ্যে ভূরাজনৈতিকভাবে রোহিঙ্গা সংকট বাংলাদেশকে একটি নতুন সংকট এনে দাঁড় করিয়েছে জানিয়ে বক্তারা বলেন, মানবিক কারণে এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। কিন্তু আরাকান রাজ্যের চলমান সংঘাত বাংলাদেশের জন্য মারাত্মক নিরাপত্তা ঝুঁকি হিসেবে হাজির হয়েছে |

সেমিনারে বক্তারা বাংলাদেশের নিরাপত্তা ও রোহিঙ্গাদের নিজ ভূখণ্ডে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার স্বার্থ বিবেচনায় অবিলম্বে তাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক মহলের নিকট দাবি জানান।

নাবিকের সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খানের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চেঞ্জ ইনিশিয়েটিভের চিফ এক্সিকিউটিভ এম জাকির হোসাইন খান ;  আঙ্কারা ইলদিরিম বায়েজিদ ইউনিভার্সিটির তুরস্ক, এশিয়া ও ইন্দো-প্যাসিফিক স্টাডিজের প্রধান ড. মোহাম্মদ নাজমুল ইসলাম; ব্যারিস্টার মুসতাসীম ; কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ, ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত ফিলিস্তিনি ছাত্র ইব্রাহিম সেলিম মোহাম্মাদ কিসকু;রোহিঙ্গা একটিভিস্ট মোহাম্মাদ রিজওয়ান (ভার্চুয়ালি); লেখক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সোহেল রানা |  স্বাগত বক্তব্য দেন নাবিকের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হাসান |

AST
আরও পড়ুন