ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বৃষ্টির আশায় শাহজাহানপুরে ইসতিসকার নামাজ আদায়

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০৮:০৪ পিএম

তীব্র দাবদাহে অতিষ্ঠ সারা দেশের মানুষ। এ অবস্থা থেকে বাঁচতে আল্লাহর রহমতের বৃষ্টির আশায় রাজধানীর শাহজাহানপুরে ইমাম সমিতির উদ্যোগে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় শাহজাহানপুরের মৈত্রী সংঘের মাঠে এই নামাজ আদায় করা হয়। এতে এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

ইসতিসকা নামাজের ইমামতি করেন শহীদবাগ জামে মসজিদের ইমাম ও খতীব, শাইখুল হাদিস, মাওলানা হাফেজ আব্দুল গফফার।

নামাজ শেষে মুসল্লিরা বিশেষ মোনাজাতে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা, তীব্র দাবদাহ থেকে মুক্তি এবং বৃষ্টি কামনা করেন।

ইসতিসকা নামাজে উপস্থিত ছিলেন শাহজাহানপুর থানার সকল মসজিদের সম্মানিত ইমামগন এবং ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন ১১ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর নুরুননবী ভুইয়া রাজুসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।

FI
আরও পড়ুন