ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৪ ঘণ্টা বন্ধ থাকবে মেট্রোর ২ স্টেশন

সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রো রেলের শাহবাগ ও ঢাবি স্টেশন বন্ধ থাকবে।

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৪:৩৫ পিএম

আগামী ১৪ এপ্রিল (সোমবার) পয়লা বৈশাখের দিন আনন্দ শোভাযাত্রার সময় মেট্রো রেলের শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন চার ঘণ্টার জন্য বন্ধ থাকবে। 

শুক্রবার ( ১১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ।  

ঢাবি সূত্র জানায়, শোভাযাত্রার জন্য সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রো রেলের শাহবাগ ও ঢাবি স্টেশন বন্ধ থাকবে। দুপুর ১২টার পর স্টেশন খুলবে এবং মেট্রোরেলও সেখানে থামবে যথারীতি।

এ ছাড়া বিকেল ৫টা পর্যন্ত সাধারণ মানুষ ঢাবি এলাকায় বৈশাখ উদযাপনের সুযোগ পাবেন। এরপর বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

এদিকে, একই সঙ্গে বাংলা বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে ঢাবি কৃর্তপক্ষ। নতুন নাম করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সংবাদ সম্মেলনে মাধ্যেমে ঢাবির চারুকলা অনুষদ এ তথ্য জানিয়েছে।

RA/AHA
আরও পড়ুন