ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিক্ষার্থী নিহত

আপডেট : ২৪ মে ২০২৫, ০৮:৪৮ এএম

রাজধানীর বাংলামোটরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত আরশেদ আহমেদ সরকার (১৮) রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল হাসান বলেন, ভোর চারটার দিকে বাংলামোটর মোড় এলাকায় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে মোটরসাইকেল আরোহী আরশেদ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। লোকজন তাকে উদ্ধার করে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই শহিদুল হাসান বলেন, ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। চালককে আটক করে থানায় নেওয়া হয়েছে। এই ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে বলে জানায় পুলিশ। নিহত আরশেদের বাড়ি পুরান ঢাকার লালবাগে। বাবার নাম মো. আনোয়ার হোসেন।

RF
আরও পড়ুন