রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকার সামনে সড়কে একটি লোডেড ট্রাক উল্টে যাওয়ায় এয়ারপোর্ট রোডের এক লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে সকালবেলা নগরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে দেওয়া তথ্যমতে, সকাল ৮টা ৫৩ মিনিটে নিকুঞ্জ-১ আউটগোয়িং লেনে একটি বোঝাই ট্রাক উল্টে যায়। এতে ওই সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকটি সরানোর কাজ শুরু করা হয়।
পরে সকাল সাড়ে ৯টার দিকে আরেকটি পোস্টে গুলশান ট্রাফিক বিভাগ জানায়, উল্টে যাওয়া ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন।
ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার কারণে এয়ারপোর্ট রোডে দীর্ঘ যানজট তৈরি হয়। এদিকে যানজট ছড়িয়ে পড়ে বনানী পর্যন্ত, অন্যদিকে বনানী কামাল আতাতুর্ক এভিনিউ হয়ে যানজট পৌঁছে যায় মাটিকাটা ফ্লাইওভার ধরে মিরপুরের কালশী এলাকায়।
এতে অফিসগামী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীদের দীর্ঘ সময় সড়কে আটকে থাকতে হয়।
