ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাবি শিক্ষার্থীকে চুরির অপবাদে মারধর, দোকানিকে পুলিশে সোপর্দ 

আপডেট : ২৭ মে ২০২৫, ০৩:০৮ এএম

রাজধানীর নিউমার্কেট এলাকার চাঁদনি চক মার্কেটের সামনে চুরির অপবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। প্রতিবাদে নিউমার্কেট থানা ঘেরাও করেছেন শিক্ষার্থীরা।  

সোমবার (২৬ মে) সন্ধ্যায় মারধরের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন দুই শিক্ষার্থী। এ ঘটনায় এক দোকানিকে ধরে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষাথীরা।

আহতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী শাহেদুল ইসলাম এবং একই সেশনের শিক্ষার্থী আয়াজ। 

আমাদের এক বান্ধবী দোকানে গিয়ে কিছু না কিনেই বেরিয়ে আসলে দোকানদাররা তাকে বাজে ভাষায় অপমান করেন জানিয়ে ভুক্তভোগী শাহেদুল ইসলাম বলেন, এ ঘটনায় আমরা প্রতিবাদ করতে গেলে হঠাৎ ৪০-৫০ জন ব্যবসায়ী আমাদের ওপর হামলা চালান। পরে আমাকে একটি আলাদা কক্ষে নিয়ে শারীরিক নির্যাতন করেন।

এ ঘটনা জানাজানি হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং অভিযুক্ত দোকানে ভাঙচুর চালান। এরপর ওই দোকানিকে ধরে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা। 

এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও নিউমার্কেট থানা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

MMS
আরও পড়ুন