ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকায় ১৮২ মিলিমিটার বৃষ্টিপাত, বইছে ঝড়ো বাতাস

আপডেট : ৩০ মে ২০২৫, ১০:২৮ এএম

টানা বৃষ্টিপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার ভোরে শুরু হওয়া বর্ষণ আজও অব্যাহত। শুক্রবার (৩০ মে) সকাল পর্যন্ত ঢাকায় টানা ১৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর। 

অধিদফতরের তথ্য বলছে, ২৯ মে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর রাত ৯টা থেকে এখন পর্যন্ত ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, ঢাকাসহ দেশের ১৩টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে এসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে।

শুক্রবার (৩০ মে) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই পূর্বাভাস জানানো হয়।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঢাকাসহ পাবনা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে এই ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রপাত ও বৃষ্টিও হতে পারে একই সময়ে। এইসব জেলার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যান্য অঞ্চলেও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

JA
আরও পড়ুন