ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এইচএসসি পরীক্ষাকালীন সময়ে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

আপডেট : ২৪ জুন ২০২৫, ১১:১২ পিএম

আগামী বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার দিন পরীক্ষার্থীদের হাতে ‘যথেষ্ট সময়’ নিয়ে বাসা থেকে বের হওয়াসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি বলেছে, এবার ঢাকার ৮৭টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে।

ডিএমপি বলছে, যেসব পরীক্ষার্থী ব্যক্তিগত যানবাহনে পরীক্ষা কেন্দ্রে আসবেন, তারা পরীক্ষা কেন্দ্রের সম্মুখে নামার পরিবর্তে কম ব্যস্ত নিকটবর্তী স্থানে নেমে পরীক্ষা কেন্দ্রে হেঁটে আসবেন। পরীক্ষা শেষে ফেরার সময়ও কেন্দ্র থেকে হেঁটে গিয়ে নিকটবর্তী কম ব্যস্ত কোনও স্থান থেকে গাড়িতে উঠবেন।

কোনও যানবাহন পরীক্ষা কেন্দ্রের নিকটবর্তী সড়কে পার্কিং করে রাখা যাবে না। পার্কিং করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে।

অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের আশপাশের সড়কে অবস্থান না করার অনুরোধ জানিয়ে ডিএমপি বলেছে, অভিভাবকদের সড়কে অবস্থান করে যান চলাচল বিঘ্ন করা সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী অর্থদণ্ডযোগ্য অপরাধ।

পরীক্ষার্থীরা কেন্দ্রে আসা যাওয়ার সুবিধার্থে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে এবং পরীক্ষা শেষের এক ঘণ্টা পর পরীক্ষার্থী ছাড়া অন্য সব যাত্রীদের জরুরি প্রয়োজন ছাড়া পরীক্ষা কেন্দ্র সংলগ্ন সড়কগুলো যথাসম্ভব পরিহার করারও অনুরোধ জানিয়েছে ডিএমপি।

MMS
আরও পড়ুন