ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীতে গাড়িতে ২ মরদেহ, স্বজনদের অভিযোগ হত্যাকাণ্ড

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৯:৩৫ পিএম

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজের পার্কিংয়ে গাড়িতে জাকির হোসেন ও মিজানুর নামের দুজনের মরদেহ পাওয়া যায়। বিষয়টিকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন স্বজনরা।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে মরদেহ নিতে এসে এ অভিযোগ করেন তারা।   

স্বজনদের দাবি, ২ বছর আগে দালালের চক্রান্তে পড়ে পল্টন এলাকার একটি ট্রাভেল এজেন্সিকে ২৫ লাখ টাকা দেন আমেরিকা যাওয়ার জন্য। তবে আমেরিকা পাঠাতে পারেনি এজেন্সিটি। পরবর্তীতে সেই টাকাও ফেরত দেয়নি তারা। গত ১০ আগস্ট সেই টাকা ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু এর পরদিন উদ্ধার হয় জাকির ও তার বন্ধুর লাশ।

এর আগে, সোমবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১০ আগস্ট) ভোরে সাদা রঙের ওই প্রাইভেটকারটি পার্কিংয়ে প্রবেশ করে। এরপর থেকে পার্কিংয়েই ছিল। সকালে মেডিক্যাল  কলেজের প্রধান নিরাপত্তারক্ষী পার্কিংয়ে চেক করতে গেলে বিষয়টি তার নজরে আসে।

নিরাপত্তারক্ষী জানান, তিনি গাড়ির ভেতরে দুজনকে দেখতে পান। প্রথমে তিনি ভেবেছিলেন ঘুমিয়ে আছেন। তবে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে বুঝতে পারেন যে তারা মারা গেছেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

এ বিষয়ে ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, ‘আমরা মালিকের খোঁজ পেয়েছি। তিনি রোববার (১০ আগস্ট) ভোরের দিকে হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে আসেন ওই গাড়িতে করে। পরে তিনি একা চলে গেলেও গাড়ির চালক এবং তার সঙ্গী ওই গাড়িতে এসে অবস্থান করছিলেন। এ বিষয়ে সিআইডিসহ অন্য এক্সপার্টরা তদন্ত করবেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সব ধরনের তদন্ত শেষে বিষয়টি হত্যাকাণ্ড নাকি অন্যকিছু সে বিষয়টি পরিষ্কার হবে।’ 

MH/FJ
আরও পড়ুন