ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বনানীর বারে অভিযান, অবৈধ মদ উদ্ধার

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৩:০৭ এএম

রাজধানীতে অবৈধ বনানী ফ্রেন্ডস ক্লাবে অভিযান চালিয়েছে পুলিশ। শুক্রবার (১৬ আগস্ট) রাতে অভিযানে ৩১ বোতল মদ ও ৫২টি বিয়ার জব্দ করা হয়।

পুলিশ জানায়, এই ক্লাবে বিপুল পরিবাণ অবৈধ মদ মজুত করা আছে এমন সংবাদের ভিত্তিতে ওই ক্লাবে অভিযান চালায় পুলিশ।
 
পুলিশের উপস্থিতি টের পেয়ে ও ক্লাবে থাকা লোকজন এ সময় পালিয়ে যায়। এ সময় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
 
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বনানীতে থাকা এমন ক্লাবগুলোতে নিয়মিত অভিযান চলবে। এই ক্লাবের সঙ্গে কারা কারা জড়িত তাদের বিষয়ে অনুসন্ধান করছে পুলিশ।

khk
আরও পড়ুন